ডেসন্ক নিউজ : আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, সারাটা জীবন নৌকায় ভোট দিয়েছি। এখন বয়স ৮২ বছর। ৫ বছর পর আর নৌকায় ভোট নাও দিতে পারি। তাই জীবনের শেষ ভোটটিও নৌকায় দিতে চাই।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এনে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। তাই আমি আপনাদের আহ্বান জানাচ্ছি— আপনারা সবাই নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় অংশীদার হন।
শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈ সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান, রাশেদা পারভীন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৩