মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী পুঠিয়ার ৪নং ভালুকগাছি ইউনিয়নের শুকদেবপুর গ্রামের বীথি খাতুন (২৪) নামের এক গৃহবধূর নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ৪নং ভালুকগাছি ইউনিয়নের শুকদেবপুর পশ্চিম পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত বীথি খাতুন-(২৪) একই এলাকার মৃত, জামাল উদ্দিন এর মেয়ে।
স্থানীয় সূত্র জানা যায় যে গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নিহত বীথি খাতুন’-(২৪)কে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে থানায় খবর তার স্বজনরা পরে পুঠিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেন। নিহত বিথী খাতুন অন্য আরেক জায়গায় একটি সন্তান রেখে প্রায় দু মাস আগে বিয়ে করে চলে আসেন, মৃত, আকবর আলীর ছেলে হালিমের কাছে।
এই বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুঠিয়া থানা পুলিশ নিহত গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০০