মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সকল অংশীজনকে সম্পৃক্ত করে আগামীকাল ২৫ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন জানান এক সপ্তাহ ব্যাপি প্রচার ও প্রচারণা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ সভা, উপকরণ বিতরণ এবং ভিডিও-প্রামাণ্যচিত্র প্রদর্শনী সহ অন্যান্য জনসম্পৃক্ত বিষয়াদি বাস্তবায়িত হবে।
দেশের মৎস্য সম্পদের পরিকল্পিত উন্নয়নে সকল উদ্যোক্তা, সম্প্রসারণকর্মী, মৎস্য বিজ্ঞানী, উন্নয়ন সহযোগী, মৎস্যচাষের অগ্র-পশ্চাতে সরঞ্জাম ও উপকরণ সরবরাহকারী সংশ্লিষ্টরা সম্মিলিত ভাবে কাজ করবে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা সৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, সিনিয়র সহকারি পরিচালক, জেলা মৎস্য অধিদপ্তর, দিপক কুমার হলদার উপজেলা সিনয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জয়পুরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খ,ম আবদুর রহমান রনি, সাংবাদিক শাজাহান সিরাজ মিঠু, মোহাম্মাদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৩