‘শেনওয়ার্ন কে? চিনি না’
—————————–
এই রকম প্রশ্ন ও মন্তব্য করাটা আসলে ক্রিকেট ভক্তদের প্রতি অবহেলা মূলক।সে কারণেই ক্রিকেটিয়ারা আমারে গালাগালি করতেছেন, নোংরা কথা বলতেছেন। খুব সুন্দর এই প্রতিক্রিয়া।
আমার চাহিদা, লোকজন বা সাধারণ মানুষ জিনিসটা কী তা সাধারণ মানুষের কাছে ধরিয়ে দেওয়া। অ্যাটেনশন সিকিং-এর পাশাপাশি সাধারণ মানুষকে খারাপ কথার ভাণ্ডার খুলতে উদ্বুদ্ধ করাটা আমার বুদ্ধিজীবী প্রজেক্টের অংশ।
এই ধরনের দার্শনিক উৎসাহ উন্মাদনার নামান্তর, তা আমি জানি। গালাগালির জন্যে সবাইকে শুভেচ্ছা। আরো গালি দিন, ভাইবোন সকল!
লেখিকাঃ নুসাইবা তাসনিম, সুইডেন থেকে ।
আমাদের কথাঃ কুইকনিউজবিডি.কমে ফেসবুক কর্নার নামে আমরা একটি নতুন বিভাগ চালু করেছি। প্রতিদিন ফেসবুক টাইমলাইনে অনেকেই জীবনের খন্ডচিত্র এঁকে থাকেন। আমরা সে খন্ডচিত্র গুলোকে জোড়া দেয়ার চেষ্টা করছি। এখন থেকে ফেসবুক কর্নার নামের এই বিভাগে নিয়মিতভাবে অনেকের জীবনের খন্ডচিত্র তুলে ধরা হবে।
কিউএনবি/বিপুল/০১ মে ২০২২ খ্রিস্টাব্দ / ১২:১৭ অপরাহ্ন