ডেস্কনিউজঃ মানুষকে বাঁচাতে, দেশকে রক্ষা করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে। দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে। দেশের মানুষ যুবসমাজের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর লেডিস ক্লাবে যুবদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নিউমার্কেটে ব্যবসায়ী-ছাত্রদের সংঘর্ষের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে জড়িত ছাত্রলীগ প্রমাণিত সত্য ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বরং বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেয়া হয়েছে।
এ সময় সরকার পতন আন্দোলনের জন্য যুবদল নেতা-কর্মীদের জেগে উঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, আহমদ আজম খান, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
কিউএনবি/বিপুল/ ২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ / রাত ০২:২৭