আব্দুল্লাহ আল-মামুন,মাদারীপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ১০২তম জন্মবার্ষিকী পালন করলেন মাদারীপুরের জেলা প্রশাসন। গতকাল জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গায় স্থাপিত মুজিব পল্লীতে গিয়ে শিশুদের সাথে জাতির পিতার জন্মদিনের কেক কাটেন। এরপর একই পল্লীতে বসবাসকারী বয়স্ক মহিলাদের অংশগ্রহণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৌ-চি খেলা উপভোগ করেন। একই সাথে পল্লীতেবসবাসকারী পুরুষদের স্বত:স্ফূর্ত অংশগ্রণে আয়োজিত কাবাডি খেলাও দেখেন। এ সময়ে ছিন্নমূল ও অবহেলিত এ জনগোষ্ঠীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।
সকাল থেকেই পল্লীর শিশু কিশোরসহ বয়স্ক বৃদ্ধদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়। প্রতিটি শিশুসহ সকল নারীপুরুষ নতুন জামা কাপড় পড়ে সাজ সাজ অবস্থায় অপেক্ষা করতে থাকে কখন কেক কেটে জন্মদিনপালন করবে তারা। তাইতো গলা ফাটিয়ে স্লোগান দিতে থাকে- জয় বাংলা…জয় বঙ্গবন্ধু…শুভ শুভ শুভ দিন, শেখ মুজিবের জন্ম দিন…শেখ মুজিব চিরজীবী হোক। এরপরসকল প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
এ সময়ে তিসি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে উপস্থিত মুজিবপল্লীবাসীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই বিশেষ আনন্দ ক্ষনে বিভিন্ন খেলায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণআমাকে পুলকিত করেছে। আমি বিশ্বাস করি আপনাদেরআগ্রহ উদ্দীপনা আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে।আপনাদের উন্নতি হবেই। আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়া করিয়ে মানুষের মত মানুষ হিসেবে গড়েতুলবেন। সবশেষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিতএ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মাইনউদ্দিন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সোহরাব হোসাইনসহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৮