আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত সাধারণ আসনের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুর জেলা প্রশাসক হলরুমে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মহোদয়।এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রাং ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আমজাদ হোসেন। একই দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, মডেল থানার অফিসার ইন চার্জ ইমাম জাফর, সমাজ সেবা কর্মকর্তা তাপস রায় প্রমূখ।