তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় পত্নীতলাপ্রেসক্লাবের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক দৈনিক যায়যায়দিন ও নতুন প্রভাতের পত্নীতলা প্রতিনিধি, পত্নীতলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং নজিপুর মহিলা কলেজের প্রভাষক আতাউর রহমান চৌধুরী (দুলাল) এর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পত্নীতলা প্রেসক্লাবের নজিপুর পুরাতন বাজার অস্থায়ী কার্যালয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মঙ্গলবার নিরবতা পালন ও দোয়া করা হয়।
এ উপলক্ষে পতœীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, আরএমও ডাঃ দেবাশিষ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, পত্নীতলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, পত্নীতলা থানার এস.আই শাহিনুর রহমান, জাতীয় মহিলা সংস্থার আমিনুল হক, প্রো-বনো লইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর আহম্মেদ, সাংবাদিক শামীম আক্তার চৌধুরী প্রিন্স, দিলিপ চৌহান, পরেশ টুডু, মিজানুর রহমান, বিপ্লব কুমার কাজল, জতিন টপ্য, খালিদ হাসান ফন, আদিবাসি নেতা সুধীর তির্কী প্রমূখ।
কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮