মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি, আমদানি-রপ্তানী গতিশীলকল্পে পরামর্শ এবং বিদ্যমান সমস্যা নিরসনে বন্দরের ব্যবসায়ীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জানুয়ারী) বেলা ১১টায় হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে হিলি স্থল শুল্ক স্টেশনের উপ কমিশনার কামরুল ইসলামের সভাপত্তিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যুগান্তরের হাকিমপুর প্রতিনিধি আব্দুল আজিজসহ বন্দরের ব্যবসায়ীরা। উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানী বৃদ্ধির লক্ষে এবং বন্দরের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।
কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪