মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ঈসমাইল হোসেন ঠান্ডু নামে এক শ্রমিক নেতার বিরুদ্ধে মাদকাসক্ত হয়ে নারীদের সাথে অসামাজিক কার্যকলাপ করে আসছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে। ঈসমাইল হোসেন ঠান্ডু বর্তমানে সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনে সভাপতি পদের দায়িত্বে আছেন।
তথ্য সূত্রে জানা যায়, ঈসমাইল হোসেন ঠান্ডু দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতির সাথে জড়িত থেকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে। এমনও কি তার অফিস কক্ষে চলে গাঁজা সেবনের আড্ডা। সাম্প্রতিক কোন একটি কক্ষে বসে মাদক সেবন করে নারীর সাথে অসামাজিক কার্যকলাপের কিছু ছবি নিয়ে বিভিন্ন জনের মধ্যে চলছে নানা সমালোচনা। এছাড়াও এর আগে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে শ্রমিকদের পাওনা আদায় করে টাকা আত্মসাৎ এর অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
নাম না প্রকাশের শর্তে এক শ্রমিক নেতা বলেন, শ্রমিক নেতা ঠান্ডু হজ্জ করেছে। সুন্নতি লেবাসের আড়ালে সে মদ ও গাঁজা সেবন করে। তার পরিবার সন্তান থাকা সত্বেও নারীদের নিয়ে মজা-মাস্তি করছে। এর মাঝে সে একটি কক্ষে বসে একদিকে মদ সেবন করেছে, অন্যদিকে নারীকে নিয়ে ফুর্তি করছে। এনিয়ে শ্রমিক নেতা সহ বিভিন্ন জনের মাঝে সমালোচনা চলছে। এছাড়াও শ্রমিকদের টাকা আত্মসাৎ সহ তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে।
এবিষয়ে শ্রমিক নেতা ঈসমাইল হোসেন ঠান্ডুর সাথে যোগাযোগ করা হলে, সে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোন সালায় না যায়, এগুলো ছবি তুইলা মানসেরে দেখায়। আমাকে জোর কইরা নিয়া যায়, বন্ধু-বান্ধবদের তালে পড়লে যা হয়। মানুষ কত খারাপ। এসব জায়গায় আল্লার দুনিয়ায় সবাই যায়।
কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০