নিউজ ডেক্স : ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী সিনিয়র পর্যায়ে নিজের বিধ্বংসী ব্যাটিং ধারাবাহিকতা বজায় রেখে ইতিহাস গড়েছেন। বুধবার বিজয় হাজারে ট্রফির প্লেট লিগের উদ্বোধনী ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন বিহারের এই বাঁহাতি ব্যাটার। রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই অরুণাচল বোলারদের ওপর চড়াও হন সূর্যবংশী। চার-ছক্কার বন্যায় মাত্র ৩৬ বলে শতক পূর্ণ করেন তিনি, যেখানে ছিল একাধিক দর্শনীয় ছক্কা।























