স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে গ্যারি কারস্টেনের অধীনে খেলার সময় এমন পরিকল্পনার কথা জানতেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী। তার মতে, ওই সময় পার্থিবকে নেতৃত্বে আনা প্রায় চূড়ান্ত ছিল।
কোহলির মতো তারকা ক্রিকেটার অধিনায়ক থাকায় বেঙ্গালুরুর জনপ্রিয়তাও বেড়েছিল ব্যাপক। কিন্তু মাঠে তেমন একটা সাফল্য পাচ্ছিল না দলটি। তার অধীনে ৯ মৌসুমে পাঁচবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দলটি। ২০১৯ মৌসুমে ১৪ ম্যাচের ৮টিতেই হেরেছিল আরসিবি, ছিল পয়েন্টের তলানিতে।
সেই মৌসুমেই অধিনায়ক পরিবর্তনের বিষয়টি কোচ কারস্টেনের ভাবনায় ছিল। এ বিষয়ে মঈন আলী বলেন, ‘আমার মনে হয় পার্থিব অধিনায়ক হতে যাচ্ছিল। গ্যারি কারস্টেনের পার্থিবকে অধিনায়ক করার পরিকল্পনা ছিল। ওর ক্রিকেট মস্তিষ্ক ভালো, তখন সেটাই আলোচনা হচ্ছিল।’
মঈন আরও বলেন, ‘আমি জানি না পরে কী হয়েছিল বা কেন সেটা বাস্তবায়িত হয়নি। কিন্তু আমি নিশ্চিত তাকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছিল।’ ২০২২ সাল থেকে আরসিবির অধিনায়কত্বের দায়িত্ব নেন ফাফ ডু প্লেসি। ২০২৫ সালে তাকে দলে না রাখায় নেতৃত্ব পান রজত পাতিদার। আর তার অধিনায়কত্বেই প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ১০:২০