স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যেকার দ্বিপক্ষীয় সিরিজ এক যুগেরও বেশি সময় ধরে হয় না। এই দূরত্ব ঘোচানোর জন্য যখন সাবেক ক্রিকেটাররা দুই দলের ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসার আহ্বান জানান ঠিকই তখনই আবার পেহেলগামের হামলার ঘটনাটি সামনে আসে। এতে দুই দলের মধ্যেকার আর কখনোই কোনো ম্যাচ হবে না বলে জানা যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দিক থেকে বলা হয়েছিল, দ্বিপক্ষীয় সিরিজ তো নয়ই, কোনো টুর্নামেন্টের ম্যাচেও আর পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত।
তবে গতকাল এশিয়া কাপের সূচি প্রকাশ হওয়ায় বোঝা যাচ্ছে নিজেদের করা মন্তব্য থেকে সরে এসেছে বিসিসিআই। এমন সিদ্ধান্তে যেন মনোঃক্ষুণ্ন হয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতের সাবেক অধিনায়কের মতে, যদি দ্বিপক্ষীয় সিরিজ না খেলেন তাহলে অন্য টুর্নামেন্টেও খেলার প্রয়োজন নেই। বার্তা সংস্থা এএনআইকে এমনটিই জানিয়েছেন আজহারউদ্দিন। তিনি বলেছেন, ‘শুরু থেকেই আমার অবস্থান স্পষ্ট যদি দ্বিপক্ষীয় সিরিজে না খেলেন, তাহলে অন্য টুর্নামেন্টেও খেলার দরকার নেই। পাকিস্তানের বিপক্ষে এসিসি ও আইসিসি ইভেন্টেও ভারতের খেলা উচিত নয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেহেতু সরকার ও বিসিসিআইয়ের, তাই এখানে কিছু বলার থাকে না।’
পহেলগামের হামলার পর দুই দলের সাবেক ক্রিকেটারদের সম্পর্ক এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে যে অবসরপ্রাপ্তদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসেও মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। পাকিস্তান অবশ্য খেলতে রাজি ছিল। ভারতের হয়ে শিখর ধাওয়ান, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সুরেশ রায়নারা খেলতে রাজি না হওয়ায় ম্যাচটি বাতিল হয়েছে।
এমন ঘটনায় পরে ভারতের ব্যাপক সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এ বিষয়ে জানতে চাইলে কৌশলী উত্তর দেন আজহারউদ্দিন। ৬২ বছর বয়সী সাবেক ব্যাটার বলেছেন, ‘সাবেকদের টুর্নামেন্টটি আনুষ্ঠানিক কোনো টুর্নামেন্ট নয়।
খেলতে আইসিসি বা বিসিসিআইয়ের অনুমোদনের প্রয়োজন নেই। এটি ব্যক্তিগতভাবে পরিচালিত হয়। তবে এশিয়া কাপ আয়োজন করে এসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে বোর্ডগুলোই সিদ্ধান্ত নেয়।’
সে যা হোক প্রতিবারের ন্যায় এবারও একই গ্রুপেই রয়েছে ভারত-পাকিস্তান। ভারতে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও পাকিস্তান আসবে না বলে সংযুক্ত আরব আমিরাতে হবে। আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটি শুরু হবে। আর টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচ বাদেও আরো দুইবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। শেষ চারের লড়াইয়ের বিপরীতে ফাইনালে।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪০