এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা ডাল ও তৈল বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা উৎভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খান, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন, তাপস কুমার, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, গোলাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ স¤পাদক আজিজুর রহমান, প্রণোদনা গ্রহণকারী কৃষকরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন জানান, ১০০ জন কৃষককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১৭০ জন কৃষককে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪