বিনোদন ডেস্ক : ট্রেলারের শুরুতেই রহস্যের ইঙ্গিত রয়েছে। ‘অন্ধাধুন’ সিনেমার পরে পরিচালক শ্রীরাম রাঘবন আবারও টুইস্টে ভরা একটি সিনেমা উপহার দিতে চলেছেন, সেই আভাসই পাওয়া গেল ট্রেলারে। এদিকে ট্রেলারে রহস্যের পাশাপাশি বিজয় ও ক্যাটরিনার রোমান্স মনে ধরেছে দর্শকদের। ট্রেলারে দেখা যায়, ক্রিসমাসের রাত। এক রাতেই বন্ধুত্ব থেকে প্রেম। এরপর কাছাকাছি আসা। সেতুপতির ঠোঁটে ঠোঁট রাখলেন ক্যাটরিনা। তার পরেই চলল গুলি!
এদিকে ট্রেলার দেখে শুরুতে প্রেম কাহিনি মনে হলেও পরে বোঝা যায় সিনেমাটি আসলে রোমাঞ্চে ভরপুর একটি থ্রিলার। ‘ক্রিসমাস’ সিনেমাটি চলতি বছর ক্রিসমাসের আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে ২০২৪ সালের ১২ জানুযারি নির্ধারণ করা হয়। হিন্দির পাশাপাশি তামিল ভাষাতেও মুক্তি পাবে এই সিনেমা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনা পোস্টার শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘ক্রিসমাসের উল্লাসের জন্য সবাইকে আর অপেক্ষা করালাম না।’
এদিকে ‘মেরি ক্রিসমাস’ সিনেমার দুই ভাষাতে নায়ক-নায়িকা এক থাকলেও পার্শ্ব অভিনেতারা আলাদা থাকবেন। হিন্দি ভার্সনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিনু আনন্দকে। অন্যদিকে তামিল ভার্সনে থাকছেন রাধিকা সারথ কুমার, শানমুগারাদা, কেভিন জে বাবু ও রাজেশ উইলিয়াম।
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:২৮