রাজশাহী প্রতিনিধি : বিএনপি ও জামায়াতে ইসলামীর পঞ্চম ধাপের দেশব্যাপী সর্বাত্মক অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছেন রাজশাহী জেলা আ:লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।আজ দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাজারে অবরোধ বিরোধী পাহাড়া দেন তারা।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা’র নেতৃত্ব দেন এসময় আরও উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ মোল্লা, পুঠিয়া পৌর সাবেক মেয়র ও পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,অবরোধ বিরোধী নানা স্লোগানে স্লোগানে মুখরিত রাখেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।