মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : আজ(০৯ অক্টোবর) রোজ শুক্রবার বেলা ১২ টার সময় রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার ধান হাটা থেকে বানেশ্বর কারিগর পাড়া পর্যন্ত-৬৩৫ সি,এইচ মিটার রাস্তা জনসাধারণের চলাচলের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাস্তা টি মেরামত ও সংরক্ষণের জন্য চুক্তি মূল্য ধরা হয়েছিল ৯০ লক্ষ ৬৫হাজার৬৫ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ, শাহরিয়ার রহিম কনক, সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ।এ, কে, এম, নূর হোসেন নির্ঝর উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া রাজশাহী,
পারভেজ রিপন পুঠিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি),দিউজ্জামাল বদি চেয়ারম্যান ২নং বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ, আসাদুজ্জামান মাসুদ সদস্য রাজশাহী জেলা পরিষদ, হাবিবুর রহমান হাবিব সাবেক সভাপতি রাজশাহী জেলা ছাত্রলীগ, সেলিম শেখ সভাপতি বানেশ্বর ইসলামিয়া উচ্চবিদ্যালয়, মোঃ বাবলু রহমান সদস্য রাজশাহী জেলা সেচ্ছাসেবক লীগ, আব্দুর রাজ্জাক দুলাল চেয়ারম্যান ৩নংবানেশ্বর ইউনিয়ন পরিষদ, সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।