ডেস্ক নিউজ : ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে বুধবার বৈঠক করবে বিএনপি। দুপুর ২টা থেকে রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বৈঠক হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন কেন্দ্রীয় নেতা জানান, এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, অস্ট্রেলিয়া, জার্মানী, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও সংঘর্ষের পুরো চিত্র প্রতিবেদন আকারে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছেও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শিগগিরই তা পাঠানো হবে বলে জানা গেছে। বিএনপির একাধিক নীতিনির্ধারক যুগান্তরকে বলেন, বাংলাদেশের জনগণের ওপর ভিসানীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে এ ভিসানীতির আওতায় আনা হবে।
কী কী পদক্ষেপ বাধা হিসাবে গণ্য হবে সেটাও উল্লেখ করা হয়েছে। সেখানে বিরোধী দলের সভা-সমাবেশে বাধা দেওয়ার বিষয়টিও রয়েছে। তারা মনে করেন, বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছে। শনিবারের অবস্থান কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এটা নিঃসন্দেহে বিরোধী দলের সভা-সমাবেশে বাধা হিসাবে গণ্য হবে।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/রাত ১০:৩৮