আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী দামেস্কের উমায়েদ মসজিদে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, এ জয় সব সিরিয়ানের জয়। আসাদ সরকার হাজারো সাধারণ নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে। আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি। এ জয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার আহ্বান জানিয়েছেন জোলানি। তিনি বলেন, সৃষ্টিকর্তা কখনো নিরাশ করেন না। এ জয় সব সিরিয়াবাসীর জয়।
কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০০