রহমতগঞ্জ সুযোগ নষ্ট করেছে। নইলে ম্যাচটা আরো কঠিন হতে পারত কিংসের জন্য। ম্যাচ শুরুর পরপরই মোস্তফা খারাবার পাসে দাওদা সিসে শট পোস্টে রাখতে পারলে গোল হতে পারত। সেটি হয়নি। ২৪ মিনিটে রোবিনহোর সাজিয়ে দেওয়া বলে বক্সের ওপর থেকে দারুণ শটে সোহেল রানা ঠিকই লক্ষ্যভেদ করেছেন। দ্বিতীয়ার্ধে আবারও সহজ সুযোগ নষ্ট করেছেন দাওদা। এবার ইসকান্দার সিদ্দিকের ক্রসে পোস্টের একেবারে কাছ হেডে বল বাইরে পাঠিয়েছেন এই গাম্বিয়ান।
অন্যদিকে কিংসের নাইজেরিয়ান উইঙ্গার এমফন তাঁর ফুটবলীয় দক্ষতা দিয়ে ঠিকই ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। বিনহোর বাড়ানো বল আগুয়ান গোলরক্ষকের সামনে থেকে আলতো ভলিতে জালে জড়িয়ে দিয়েছেন তিনি। সেমিফালে কিংসের প্রতিপক্ষ হবে আবাহনী ও ফর্টিসের মধ্যে জয়ী দল। ৩০ এপ্রিল হবে সে ম্যাচটি। এর মধ্যেই শেষ চার নিশ্চিত করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। তাদের প্রতিপক্ষ হতে আগামী মঙ্গলবার লড়বে শেখ জামাল ও পুলিশ।