ডেস্ক নিউজ : উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। অনলাইনে ফরম পূরণ কার্যক্রম চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এ ছাড়া ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই ফরম পূরণ করা যাবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত গত ২১ মার্চ এক বিজ্ঞপ্তি অনুসারে এই ফরম পূরণ কার্যক্রম শুরু হয়। এ বছর বোর্ড ফি, কেন্দ্র ও ব্যবহারিক ফি-সহ বিজ্ঞান শাখার শিক্ষাপ্রতি ফরম পূরণ বাবদ ধার্য করা হয়েছে ২ হাজার ৬৮০ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষাপ্রতি এ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১২০ টাকা।
তবে এই দুই শাখার পরীক্ষার্থীদের চতুর্থ বিষয় ও নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি ১৪০ টাকা করে বাড়তি ফি দিতে হবে। গত ২ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইচএসসি-২০২৪ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:০৯