ডেস্ক নিউজ : মানসিং স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক। শিশিরের কারণেই তার পরে ব্যাট করার সিদ্ধান্ত।
পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়েছিলেন দিল্লির পেসার ইশান্ত শর্মা। অন্যদিকে শাই হোপ ভুগছেন পিঠের খিঁচুনিতে। রাজস্থানের বিপক্ষে তাই খেলতে পারছেন না তারা। ইশান্ত ও হোপের বদলে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার ও এনরিচ নর্টজে।
দিল্লি ২টি পরিবর্তন নিয়ে একাদশ সাজালেও রাজস্থান আগের ম্যাচের দল নিয়েই খেলতে নামছে।
দিল্লি একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রিকি ভুই, রিশভ পন্ত, ত্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, কুলদীপ যাদব, এনরিচ নর্টজে, খলিল আহমেদ ও মুকেশ কুমার।
রাজস্থান একাদশ
যশ্বসী জয়সওয়াল, জস বাটলার, সাঞ্জু সামসন, রায়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, সন্দ্বীপ শর্মা ও আভেস খান।
কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/রাত ৮:৩৫