স্পোর্টস ডেস্ক : প্রায় চার মাস পর আবারো মাঠে নামার অপেক্ষায় ব্রাজিল ফুটবল দল। ফিফা বিশ্বকাপে ভরাডুবির পর গেল বছরটাও কেটেছে বিভীষিকার মতো। হেরেছে টানা তিন ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বেও ভালো অবস্থায় নেই সেলেসাওরা। সেই হতাশা ভুলে নতুন বছরে নতুন শুরুর প্রত্যাশায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে। কিন্তু ব্রাজিল পেয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নকে। শনিবার রাতে ভিনি জুনিয়র-রাফিনিয়াদের প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই ম্যাচ খেলতে লন্ডনে পা রেখেছে ব্রাজিল।
মাঠের বাজে পারফরম্যান্সের সঙ্গে নতুন চিন্তা যোগ হয়েছে ব্রাজিল কোচের। ইনজুরির কারণে দলের অধিনায়ক ক্যাসেমিরোসহ ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ সদস্যরা। চোটের কারণে ব্রাজিলের বড় তারকা নেইমারকে পাওয়া যাবে না স্কোয়াডে তা আগেই জানতো টিম ম্যানেজম্যান্ট। তালিকায় যুক্ত হয়েছে এডারসন, মারকুইনোস ও গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো ফুটবলাররা। তালিকায় সর্বশেষ সংযোজন ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগেলহাস।
ক্যাসেমিরোর জায়গায় দলে ডাক পেয়েছেন পোর্তো ফরোয়ার্ড পেপে। এছাড়াও স্কোয়াডে আছেন ফাব্রিসিও ব্রুনো, গালিনো ও ভাস্কো দা গামার গোলরক্ষক লিও জারদিম।
নতুন পুরনোদের সমন্বয়ে গড়া দল নিয়েই আশাবাদী ব্রাজিল। লন্ডনে পা রেখেই সমর্থকদের ভালো কিছু দেয়ার আশ্বাস সেলেসাও ফুটবলারদের। দলের ডিফেন্ডার ডগলাস লুইজ বলেন, ‘জাতীয় দলে খেলতে পারাটা সব সময় অনেক অনুপ্রেরণা জোগায়। ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে দুটি বিগ ম্যাচ খেলতে যাচ্ছি। আশা করছি সমর্থকদের দুটি ভালো ম্যাচ উপহার দিতে পারব।’
আরেক মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরা বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। জাতীয় দলের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের। আমরা ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছি।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আর্সেনালের মাঠে প্রথম অনুশীলন সেশন করবে ব্রাজিল ফুটবল দল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামে অনুশীলনে করবে সেলেসাওরা। ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের পর আগামী ২৬ মার্চ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল।
কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/রাত ৯:০০