ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের আকার বাড়ছে আজ। আগের ৩৭ জন মন্ত্রিসভার সদস্যের সঙ্গে নতুন করে যুক্ত হতে যাচ্ছেন আরও ৮ থেকে ৯ জন নতুন সদস্য। নতুন করে জায়গা পাওয়াদের মধ্যে সংরক্ষিত নারী আসন ও বাদ পড়া জেলার সমীকরণ কষে নতুন সদস্যরা শপথ নেবেন সন্ধ্যায়। জানা যায়, শনিবার (২ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। সেজন্য শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর সে লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে শ্রম ও কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয় দুটিতে কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে একজন করে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সে ক্ষেত্রে এ মন্ত্রণালয়গুলোতে আসবে নতুন মুখ।
এছাড়াও আগে মন্ত্রী ছিলেন এখন আবার নতুন করে দায়িত্ব পেতে পারেন এমন নেতাদের মধ্যে আছেন, সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও দলটির প্রেসিডিয়াম সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। নতুন করে প্রথমবারের মত যুক্ত হতে পারেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকার রমনা-পল্টন এলাকার সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক সাতবারের সংসদ সদস্য মির্জা আজম ও জাতীয় চার নেতার পরিবারের সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাছিমের ছেলে একাধিকবার নির্বাচিত এমপি তানভীর শাকিল জয়।
দ্বাদশ সংসদ নির্বাচন গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। পরে গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ জন সদস্য নতুন সরকারের মন্ত্রিসভার শপথ নেন। তাদের মধ্যে ২৫ জনকে মন্ত্রী, ১১ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। নতুন করে ৮-৯ জন যুক্ত হলে মন্ত্রিসভার আকার দাঁড়াবে ৪৫-৪৬ জনে। গত মন্ত্রিসভায় উপ-মন্ত্রী থাকলেও এবার তা থাকছে বলেই গুঞ্জন আছে।
এর আগে মন্ত্রিসভার আকার নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, মন্ত্রিসভা গঠন, সম্প্রসারণ বা রদবদল পুরোপুরিভাবে প্রধানমন্ত্রীর একক এখতিয়ার। কে কে মন্ত্রিসভায় আসবেন-এটি একান্তভাবেই প্রধানমন্ত্রী জানেন। সরকারের প্রয়োজনে মন্ত্রিসভার আকার বাড়তেও পারে। তিনি বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী আসবেন। সংরক্ষিত নারী এমপিদের মধ্য থেকে মন্ত্রী হতে পারেন।
কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/দুপুর ১২:৩৪