 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : হার দিয়ে পাকিস্তান সফর শুরু হলো বাংলাদেশ। বুধবার (২৮ মে) স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরেছে লিটন দাসের দল। ৩০ রানে ৫ উইকেট শিকার বাংলাদেশের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন পাকিস্তানি পেসার হাসান আলী।
ফিফটি না পেলেও চল্লিশোর্ধ্ব দুটি ইনিংস এসেছে শাদাব খান (৪৮) এবং হাসান নওয়াজের (৪৪) ব্যাটে। তাদের অবদানেই শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান স্কোরবোর্ডে জমা করে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন পেসার শরিফুল ইসলাম।
কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /রাত ১২:৪০