 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। মঙ্গলবার (২৭ মে) এই সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সিরিজটি পাকিস্তানের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস এবং এ স্পোর্টস। আর অনলাইনএ তামাশা এবং ট্যাপম্যাড অ্যাপে লাইভস্ট্রিম করা যাবে ম্যাচগুলো।
এছাড়া উইলো (উত্তর আমেরিকা), সুপারস্পোর্ট (আফ্রিকা), এআরওয়াই ডিজিটাল (যুক্তরাজ্য), ক্রিকবাজ (মধ্যপ্রাচ্য) এবং ডায়ালগও (শ্রীলঙ্কা) বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সরাসরি সম্প্রচার করবে।
উল্লেখ্য, আগামীকাল তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩০ মে ও ১ জুন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২৮