 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) এক অপরিহার্য প্রযুক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও এখন এই প্রযুক্তির ব্যবহার দেখা যায়। এর ফলে আম্পায়াদের কাজ যেমন কিছুটা সহজ হয়ে যায়, তেমনি স্বচ্ছতাও নিশ্চিত হয়। কিন্তু পাকিস্তান সম্প্রতি এই ডিআরএস প্রযুক্তি নিয়ে বেশ বিপাকে পড়েছে।
ডিআরএস না থাকায় এই সিরিজে আম্পায়ারিং নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে পিসিবি মঙ্গলবার (২৭ মে) সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আহসান রেজা থার্ড আম্পায়ার এবং আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ফয়সাল খান আফ্রিদি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন রশিদ রিয়াজ ও ফয়সাল খান আফ্রিদি। আহসান রেজা থার্ড এবং আসিফ ইয়াকুব থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রেজা ও আসিফ ইয়াকুব। থার্ড আম্পায়ার হবেন ফয়সাল খান আফ্রিদি এবং রশিদ রিয়াজ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। আইসিসির এলিট প্যানেল রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:১৮