স্পোর্টস ডেস্ক : সোমবার (১৯ মে) ইতালিয়ান লিগের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সূচিতে নাপোলি ও ইন্টার তাদের নিজ নিজ ম্যাচ শুক্রবার (২৩ মে)। ম্যাচ দুটি শুরু হবে একই সময়ে।
সিরি আর শিরোপার নিষ্পত্তি হয়ে যাবে এই দুই ম্যাচে। লিগ টেবিলে দুই দলের পয়েন্ট ব্যবধান কেবল ১। ৩৭ ম্যাচে ২৩ জয় ও ১০ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। সমান ম্যাচে সমান জয় ও ৯ ড্রয়ে ইন্টার মিলানের পয়েন্ট ৭৮।
ঘরের মাঠে কাইয়ারিকে হারাতে পারলেই কোনো হিসেব ছাড়াই শিরোপা পুনরুদ্ধার করবে নাপোলি। হারলেও অবশ্য শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে নাপোলির, যদি কোমোর মাঠে ইন্টার হেরে যায়।
অন্যদিকে ইন্টার ও নাপোলি দুই দলই যদি নিজেদের ম্যাচে ড্র করে তাহলেও শিরোপা ঘরে তুলবে নাপোলি। কেননা ড্র করলেও ইন্টারের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থাকবে তারা।
তবে শিরোপা ধরে রাখতে হলে ইন্টারকে নিজেদের ম্যাচ তো জিততেই হবে, সঙ্গে পক্ষে আসতে হবে নাপোলি ম্যাচের ফল। কাইয়ারির বিপক্ষে নাপোলি হারলে কিংবা ড্র করলে ফের চ্যাম্পিয়ন হতে পারে সিমোনে ইনজাগির দল।
আবার নাপোলি যদি হেরে যায় এবং ইন্টার যদি ড্র করে, তাহলে দুই দলেরই পয়েন্ট সমান হবে। তখন শিরোপার জন্য তাদের লড়াই করতে হবে প্লে-অফে।
সম্ভাব্য প্লে-অফ ম্যাচটি হতে পারে আগামী ২৬ মে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী ৩১ মে পিএসজির মুখোমুখি হবে ইন্টার।
কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১০:৪৪