 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : করিডর পেলে রোহিঙ্গারা আর ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার (১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জয়নুল আবদিন বলেন, করিডর আর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার জন্য এই সরকারকে জনগণ ক্ষমতায় বসায়নি। এ সময় দেশের বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। এ সময়, চট্টগ্রাম বন্দর চালানোর জন্য বাংলাদেশের অনেক লোক আছে উল্লেখ করে, তা বিদেশিদের হাতে তুলে দিতেও নিরুৎসাহিত করেন বিএনপির এ নেতা।
অপরদিকে, দেশ নিয়ে অনেক ধরনের চক্রান্ত চলছে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, ডক্টর ইউনূস সম্মানিত ব্যক্তি, তাই তার উচিত নয় কারও পরামর্শ নিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার।
কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২২