স্পোর্টস ডেস্ক : এই আইপিএলে ১২ ম্যাচে ১৮০ রান করেছেন ফিনিশার ভূমিকায় নামা ধোনি, যার দুই-তৃতীয়াংশের বেশি হারের ম্যাচে। এটুকুতে সীমাবদ্ধ থাকলে হয়তো ধোনি সমালোচনা থেকে বেঁচে যেতেন। তার দলে চেন্নাই সুপার কিংসেরও গতবারের মতো এই মৌসুমে ভরাডুবি হয়েছে। চেন্নাই এবার চার ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের নকআউটের দৌড় থেকে বাদ পড়েছে। ফলে ধোনির অবসরের প্রশ্নটা ভালোভাবেই উঠছে। যদিও ধোনির আরও খেলে যাওয়ার ইচ্ছা।
ধোনিকে আরও খেলতে দেওয়ার পক্ষে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংও। সিং মনে করেন, ধোনির ভক্তরা তার খেলা চালিয়ে যাওয়া দেখতে চায়। তারই একমাত্র সত্যিকারের ভক্ত রয়েছে বলে মন্তব্য করেন হরভজন। জিও স্টারকে হরভজন বলেন, ‘(ধোনি) যতদিন খুশি খেলুক। সে যদি আমার দলে থাকত, আমি ভিন্ন সিদ্ধান্ত নিতাম। ভক্তরা চায় সে খেলুক।
 আমার মনে হয়, তার একটা বাস্তব ফ্যানবেস আছে। বাকিদের তো শুধু সোশ্যাল মিডিয়ায় ফ্যান, যাদের অনেক ক্ষেত্রেই টাকা দিয়ে কেনা। তাদের বাদ দিন, কারণ সেটা নিয়ে আলোচনা শুরু করলে আলাদা দিকে চলে যাবে।’ হরভজনের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশ চোপড়া। তিনি যোগ করেন, ‘এতটা সত্য বলা ঠিক হয়নি।’ হরভজনও সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘কারও তো বলতে হতোই।’
সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। অনেকে মনে করছেন, তাকে খোঁচা দেওয়ার উদ্দেশ্যেই হরভজনের ওই মন্তব্য। ব্যাপারটিকে ভালোভাবে নিচ্ছেন না কোহলি-ভক্তরা।
 
 
কিউএনবি/আয়শা/১৮ মে ২০২৫, /বিকাল ৫:৪০