স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ হকি দলের এমন ব্যর্থতা খতিয়ে দেখছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম সংবাদমাধ্যমে বলেছেন, ‘এনএসসি মনে করে ফেডারেশনগুলো স্বাধীন। তারা তাদের সিদ্ধান্ত নেবে। তবে হকির এই ব্যর্থতা কেন, তা জানা দরকার।’ 
অনেক আশা নিয়ে এবার জাকার্তায় এএইচএফ কাপ টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ হকি দল। যাওয়ার আগে অনুশীলন ক্যাম্প করলেও কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি মিমো-সবুজরা। গ্রুপ পর্বের চার ম্যাচের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। তবে দুটি ম্যাচ সহজে জিতলেও বাকি দুটি ম্যাচে বেশ ঘাম ঝরাতে হয়েছে মিমো-সবুজদের।
 থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ জয়ে পেয়েছে মাত্র ১ গোলের ব্যবধানে। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে শেষ চার নিশ্চিত করেছিল বাংলাদেশ। সেমিতে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ওমানকে। যারা বেশ ভালো প্রস্তুতি নিয়ে টুর্নামেন্ট খেলতে ইন্দোনেশিয়ায় গিয়েছিল।
 
 
 
 
 
 
কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩০