 
																
								
                                    
									
                                 
							
							 
                    আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের শহর খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছেন শুক্রবার (২ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় ২০ জনেরও বেশি লোক আহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই এ হামলাগুলো চালায় রাশিয়া।
মস্কোর তিন বছরের আগ্রাসনের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র উভয়পক্ষের সাথে আলোচনা করা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বেসামরিক এলাকায় রাশিয়ার হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।
খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘চারটি জেলায় রাশিয়ার বিশাল আক্রমণের কারণে প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়েও রয়েছে।’
তিনি আরো বলেন, ড্রোন হামলার ফলে আগুন লেগে যায়। এতে আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, কিয়েভ ও ওয়াশিংটন ইউক্রেনে খনিজ উত্তোলনের জন্য একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করার পর হামলার ঘটনাটি ঘটলো।
কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৪৫