স্পোর্টস ডেস্ক : সোমবার (২১ এপ্রিল) দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখার সময় সফরকারীরা ৬ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করেছে। ২৬ রানে অপরাজিত নায়াশা মায়াভো। সঙ্গী ওয়েলিংটন মাসাকাদজার সংগ্রহ ২ রান।
জিম্বাবুয়ের লিড দাঁড়িয়েছে ১৭ রান। ব্রায়ান বেনেটের পর শন উইলিয়ামস অর্ধশতক হাঁকিয়েছেন। দলকে লিড এনে দিয়েছেন দায়িত্বশীল ব্যাটিংয়ে। কিন্তু লিড যখন ২ রান, তখন তাকে ফিরিয়েছেন মিরাজ। আউট হওয়ার আগে ৬ চার ও ২ ছক্কায় ৫৯ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।
 
প্রথম দিনে বিনা উইকেটে ৬৭ রান তোলা জিম্বাবুয়ে আজ প্রথম সেশনে আর ৬৬ রান যোগ করতে ৪ উইকেট হারায়। নাহিদ রানা একাই ৩টি উইকেট নেন। বাকি উইকেটটি নেন হাসান মাহমুদ।
কিন্তু পঞ্চম উইকেট জুটিতে ওয়েসলি মাধেভেরে ৪৮ রান যোগ করে। ক্রমেই এই জুটি টাইগারদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। অবশেষে খালেদ আহমেদ এই জুটি ভাঙেন। ২৪ রান করা মাধেভেরে বোল্ড হন।
উইলিয়ামস ঠাণ্ডা মাথায় খেলছিলেন। মায়াভোকে নিয়ে ফের জুটি গড়ার চেষ্টা করেন। সেই ফাঁকেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক তুলে নেন।
৫৩তম ওভারে মিরাজকে মায়াভো চার মেরে জিম্বাবুয়েকে ১৯২ রানে পৌঁছে দেন। তাতেই ১ রানের লিড পায় সফরকারীরা। এর ঠিক পরপরই উইলিয়ামসন মিরাজের শিকারে পরিণত হন।  
এর আগে আজ সকালে অর্ধশতক তুলে নিয়েছেন বেনেট। রানার বলে আউট হবার আগে ৬৪ বলে ১০ চারে ৫৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।    
 
 
কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:০০