রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ঈদে সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির নতুন জনশক্তি বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর সরকার ঘোষিত হজ্ব প্যাকেজের ওপর রুল জারি হাইকোর্টের আমরা সংবাদপত্রের সুখে-দুঃখে আছি: কাদের আইরিশদের সঙ্গে টেস্টের পর আইপিএলে খেলবেন সাকিব-লিটন বেপরোয়া গতির ট্রাকর খালে পড়ে যুবকের মৃত্যু পূর্বের শত্রুতার জের ধরে সাংবাদিককে হত্যার চেষ্টা  তুলশীগঙ্গা নদীর খননকৃত মাটি অবৈধভাবে বিক্রি বন্ধ ও কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন শিশু জান্নাতুলের দায়িত্ব নিলেন দুর্গাপুরের যুবলীগ নেতা সাদ্দাম আকঞ্জি ডোমারে ফজিল উদ্দিন সরকার জামে মসজিদের ২য় তলা ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন

লালমনিরহাট সীমান্তে ৪৫টি স্বর্ণেরবারসহ একজন আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী সীমান্তে সাড়ে চার কোটি টাকার ৪৫টি স্বর্ণেরবারসহ আজিজার রহমান (৬০) নামে একজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ স্বর্ণের বার ও বহনকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ তাকে আটক করে। ১৫ ব্যাটালিয়নের আয়োজনে এ সংবাদ সম্মেলনে লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে লালমনিরহাট জেলাস্থ দীঘলটারী বিওপির দায়িত্বপুর্ন কুটিরচর নামক এলাকা দিয়ে একজন লোক ভারতে স্বর্গ পাচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে দীঘলটারী বিওপির একটি টহল দল বিকেল অনুমান সাড়ে তিনটার দিকে ক্যাম্প হতে দুই কিলোমিটার উত্তর পুর্বদিকে সীমান্তের ৯২৫/৭ এলাকায় ওৎ পেতে থাকে। পরে সোর্সের বর্ননা অনুযায়ী রাত অনুমান ৯টা ১৫ মিনিটের দিকে বিজিবি টহল দল এক ব্যাক্তিকে আসতে দেখে। বিজিবিকে দেখে ওই ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে বিজিব।

আটককৃত ব্যাক্তিকে তল্লাশি করে কোমরে কাপড় দিয়ে বেঁধ রাখা অবস্থায় কসটেপ দিয়ে মোড়ানো দুইটি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট দুইটি খুলে ৪৫টি স্বর্নের বার (২৪ ক্যারেট) যার ওজন ৫ কেজি ২৪৮.৭২ গ্রাম। যার বর্তমান আনুমানিক বাজার মুল্য সাড়ে চার কোটি টাকা। আটককৃত স্বর্ণবহনকারী আজিজার রহমান দুর্গাপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বানিয়াটারী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৫

সম্পর্কিত সকল খবর পড়ুন..

আর্কাইভস

April 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2022
IT & Technical Supported By:BiswaJit
themesba-lates1749691102