মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :”আপনার স্বপ্নের বাড়ী রাঙ্গিয়ে দিতে সর্বদা প্রস্তুত বার্জার কালার ব্যাংক” আনন্দ র্যালী, কুইজ প্রতিযোগিতা হৈই হুল্লোর আর দামী উপহার পেয়ে দিনটিকে আপন করে নিয়েছিল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রং মিস্ত্রিগণ।বার্জার কালার ব্যাংক বোচাগঞ্জ উপজেলার একমাত্র পরিবেশক মেসার্স সামাদ এন্ড সন্স এর ত্বত্তাবধানে ও বার্জার কালার ব্যাংক এর আয়োজনে অনুষ্ঠিত হলো আনন্দ র্যালী।
গতকাল ৬ নভেম্বর রবিবার সকাল ১০টায় আনন্দ র্যালীর শুভ উদ্বোধন করেন মেসার্স সামাদ এন্ড সন্স এর স্বত্তাধীকারী হাজ¦ী মোঃ সাইদুল ইসলাম ও বার্জার কালার ব্যাংক দিনাজপুর জেলার টেরিেেটারি ম্যানেজার শেখ মোঃ মোনিব। র্যালীটি সেতাবগঞ্জ পৌর শহর ঘুড়ে সায়মা পারভেজ রিসোর্টে এক বার্ষিক মিলন মেলার আয়োজন করা হয়। সেখানে উপজেলার রং মিস্ত্রিদের বিভিন্ন ধরনের দামি উপহার সামগ্রী প্রদান করা হয়। উক্ত আয়োজনে উপজেলার রং মিস্ত্রিগণ আবেগে আপ্লুত হয়ে পরেন, কেননা এতোদিন যারা অন্যের ঘড় রাঙ্গিয়ে নিজের স্বপ্ন পুরণ করেছেন, আজ বার্জার কালার ব্যাংক ও মেসার্স সামাদ এন্ড সন্স সেই দিন মজুর রং মিস্ত্রিদের দামি উপহার দিয়ে তাদের ঘড় সাজিয়ে দিলেন।
মেসার্স সামাদ এন্ড সন্স এর স্বত্তাধীকারী হাজ¦ী মোঃ সাইদুল ইসলাম রং মিস্ত্রিদের উদ্দেশ্যে বলেন, আপনারা সততার সাথে অন্যের স্বপ্নের বাড়ীটি রাঙ্গিয়ে দিবেন। বাড়ীর মালিকগণ যেন আপনাদের কর্মকে শ্রোদ্ধাভরে স্মরন করতে পারে।
কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২