স্পোর্টস ডেস্ক : জাতীয় স্টেডিয়ামে চলমান তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস ২০২৫-এর তৃতীয় দিনে এসে বাংলাদেশের পদকের সম্ভাবনা এখন এক নামেই সীমাবদ্ধ, কুলসুম আক্তার মনি। ঠাকুরগাঁয়ের এই তরুণ আর্চার কম্পাউন্ড নারী এককে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পৌঁছে গেছেন সেমিফাইনালে।
সকালের সেশনে ‘বাই’ পেয়ে মূল ব্র্যাকেটে ওঠার পর কুলসুম প্রথম ম্যাচে ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারান। এরপর ভারতের দ্বীপশিখার বিপক্ষে ১৪২-১৪০ এবং কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানাকে ১৪৬-১৪৪ পয়েন্টে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন তিনি। সেমিফাইনালে কুলসুমের প্রতিপক্ষ ভারতের প্রদীপ প্রিথিকা।
অন্যদের বিদায়ের পর দেশের একমাত্র প্রতিনিধি হয়ে ওঠা চাপকে শক্তিতে রূপ দিতে চান কুলসুম। তিনি বলেন, ‘আমি ভাইরাল হতে চাই না, যোগ্যতা দিয়েই মানুষ আমাকে চিনুক, এটাই চাই।’ জার্সির বুকে বাংলাদেশের পতাকা দেখিয়ে যোগ করেন, ‘দেশের হয়ে খেলার অনুভূতি আলাদা। তাই স্বাভাবিক পারফরম্যান্সটা ধরে রাখার চেষ্টা করব।’
একক ইভেন্টের মতো দলগত ইভেন্টেও কাঙ্ক্ষিত ফল পায়নি বাংলাদেশ। রিকার্ভ পুরুষ এককে শুরুটা ভালো হলেও শেষটা হতাশার। রাকিব মিয়া দুই ম্যাচ জিতে এগোলেও শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার শক্ত প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে বিদায় নেন। আব্দুর রহমান আলিফ ও রাম কৃষ্ণ সাহাও শেষ ষোলো বা শেষ আটে গিয়ে থেমে যান। সাগর ইসলাম প্রথম ম্যাচেই বিদায় নেন। রাকিব বলেন, ‘দক্ষিণ কোরিয়ান আর্চাররা মানসিকভাবে খুব শক্তিশালী। আমরা পরিশ্রম করি, তবে মানসিক দৃঢ়তার জায়গাটা আরও বাড়াতে হবে।’
কম্পাউন্ড পুরুষ এককে হিমু বাছাড় ছাড়া অন্যরা আগেই বাদ পড়েন। হিমু শেষ ষোলোতে ভুটানের গাইতসে তেশিতুমের কাছে ১৪৩-১৪১ স্কোরে হেরে যান। কম্পাউন্ড নারী এককে পুষ্পিতা জামান টাইব্রেকারে জিতলেও পরের ম্যাচে হেরে যান। প্রত্যাশার প্রতীক বন্যা আক্তারও দ্বিতীয় রাউন্ডেই থেমে যান। রিকার্ভ মহিলা দল ইরানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও দক্ষিণ কোরিয়ার কাছে স্ট্রেইট সেটে ৬-০ তে হেরে যায়। কম্পাউন্ড পুরুষ দল চাইনিজ তাইপের বিপক্ষে প্রথম রাউন্ডেই বিদায় নেয়।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩