জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর পলাশপুর জোনের দায়িত্বপূর্ণ এলাকার সরকারি -বেসরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, ব্যবসায়িক, স্থানীয় হেডম্যান ও কারবারীসহ এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে পলাশপুর জোনের মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলার অন্তর্গত পলাশপুর জোনের জোন কমান্ডার, লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর সভাপতিত্বে দায়িত্বপূর্ণ এলাকার মাটিরাঙ্গা থানার পুলিশ প্রতিনিধি, আনসার ভিডিপি সদস্য, দায়িত্বপূর্ণ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, ব্যবসায়িক, স্থানীয় হেডম্যান ও কারবারীসহ এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জোন কমান্ডার আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন উদ্ধুত পরিস্থিতি বিজিবিকে অবহিত করার জন্য বলেন। উক্ত সভায় পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে স্থিতিশীলতা, সম্প্রীতি ও সুসম্পর্ক বজায় রাখা, ভিন্ন সাম্প্রদায়িক বিবাহ সমস্যা, ধর্ষণ ও চাঁদাবাজি ইত্যাদি বিষয়ে সঠিক পরামর্শ দেওয়া, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধে সকলের সহায়তা বৃদ্ধি করা, সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমন, সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতি স্থাপন, জনসাধারণ ও স্থানীয় প্রশাসনের সাথে সর্বদা সু-সম্পর্ক বজায় রাখা, পার্বত্য চট্টগ্রাম থেকে বিবাহ ও উন্নত জীবনের প্রলোভনে উপজাতি নারী চীনে পাচার রোধ করা, অবৈধ পুশইন রোধে বিজিবি-জনতা কার্যকরী সর্ম্পক বজায় রাখা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ রোধ করা, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করা হয়। ।
উল্লেখ্য, সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা উপস্থাপনসহ বিজিবির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত অপস্ অফিসার ও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, ভারপ্রাপ্ত সুবেদার মেজর, জোনের অন্যান্য পদবীর সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। জোন কমান্ডার সকল জনসাধারণের সহায়তায় পলাশপুর জোনে একটি সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।