স্পোর্টস ডেস্ক : দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন জস বাটলার। ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রানের সীমানা ছুঁয়েছেন তিনি।
ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে ৮ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলার পথে এই অর্জনে নাম লেখান বাটলার।
ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে তার আগে ১৩ হাজারের ক্লাবে নাম লেখান অ্যালেক্স হেলস। ৪৯৯ ইনিংসে হেলসের রান ১৩ হাজার ৮১৪। ৪৩১ ইনিংসে বাটলারের রান এখন ১৩ হাজার ৪৬।
এই তালিকার বাকিরা হলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের ভিরাট কোহলি, পাকিস্তানের শোয়েব মালিক, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও ক্রিস গেইল। ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করে সবার ওপরে গেইল। বাকিদের রান ১৪ হাজারের নিচে।
মাইলফলকটি ছুঁতে হেডিংলিতে বাটলারের প্রয়োজন ছিল ৩১ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে নবম ওভারে অফ স্পিনার ডম বেসকে ছক্কায় উড়িয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ৩৪ বছর বয়সী বিধ্বংসী ব্যাটসম্যান। শেষ ওভারে রান আউটে শেষ হয় তার ৭৭ রানের ইনিংসটি।
বিশ ওভারের ক্রিকেটে বাটলারের পঞ্চাশ ছোঁয়া ইনিংস হলো ১০১টি (৯৩টি ফিফটি ও ৮টি সেঞ্চুরি)। তার চেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস আছে কেবল চার জনের- বাবর আজম (১০৪টি), গেইল (১১০টি), কোহলি (১১৪টি) ও ওয়ার্নার (১১৯টি)।
বাটলারের কীর্তির দিনে বল হাতে আলো ছড়ান আরেক তারকা জেমস অ্যান্ডারসন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন কিছুদিন পর ৪৩ বছর পূর্ণ করতে যাওয়া পেসার। আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে তার শিকার ১৭ উইকেট।
এবারের ভাইটালিটি ব্লাস্ট দিয়ে প্রায় ১১ বছর পর পুনরুজ্জীবিত হয় অ্যান্ডারসনের টি-টোয়েন্টি ক্যারিয়ার। কদিন আগে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেড-এর জন্য টেস্ট ইতিহাসের সফলতম পেসারকে দলে নিয়েছে ম্যানচেস্টার অরিজিনালস।
কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/রাত ১০:১৬