মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় হামলা চালিয়ে একই পরিবারের ৫ ভাইকে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রুপুর হাড়িপোল পশ্চিম পাড়্রা গ্রামে।কোন কিছু জানা বাবোঝার আগেই পর্ব পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়েদূর্বৃত্তরা মঙ্গলবার সকালে ৫ ভাই মাঠে গেলে তাদের উপরে হামলা করে ।হামলায় আহতরা হলেন রুদ্রপুর হাড়িপোল পশ্চিম পাড়া গ্রামের মৃত আমির চাঁদ’র ছেলে মোঃ কুতুব আলী (৫৫),মোঃ কিতাব আলী (৪৮),হানিফ আলী (৪০), আইয়ুব আলী (৩৫) ও টিংকু আলী (৩২)। আহতদের মধ্যে আইয়ুব আলীর অবস্থা আশংক জনক। তাকে উন্নত চিকিৎসার জন্য শাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের স্বজনেরা জানান দূর্বৃত্তদের লাঠির আঘাতে আইয়ুব আলীর ডান হাতের কব্জিসহ ৩ জায়গায় ভেঙ্গে গেছে।
সূত্রে জানাগেছে, গত ৫/৬মাস ধরে রুদ্রুপুর হাড়িপোল পাড়ার মৃত মকছেদ আলী’র ছেলে কওছার(৬৫), হাবিবুর রহমান (৪৮), কাওছার আলীর ছেলে মোঃ মোকাদ্দিন (৩৫), ও জা- সহ কতিপয় দূর্বৃত্তরা গ্রামের নিরীহ মানুষের উপর নানান অত্যাচার ও মারপিট করছে।এ ব্যাপারে প্রতিবাদ করলে প্রতিবাদকারীকেও মারপিট করছে। এজন্য ঐ দূর্বৃত্তদের কারনে রুদ্রুপুর গ্রামে অশান্তি লেগেই রয়েছে। এসব অপরাধী দূর্বৃত্তদের কেউ রুখতে পারছে না। এসব ঘটনায় আগেও বল দূর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা রয়েছে। কিছু দিন বন্ধ থাকার পর তার আবারো সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে ।অভিযোগ রয়েছে রুদ্রুপুর গ্রামে এসব অপকর্মের পিছনে থেকে কলকাঠি নাড়ছে, মৃত ইশাখার ছেলে কামরুল ইসলাম(৬৫) এ ব্যাপারে জানতে চাইলে আহত কিতাব আলী জানান,কোন কারন ছাড়াই দূর্বৃত্তরা তাদের ৫ ভাইয়ের উপর ৫ দফা হামলা করে মারপিট করেছে। তাদের একটি পালসার মোটরসাইকেল ভাংচুর করেছে।তাদের বাজারে ও মাঠে যাওয়া বন্ধ করে রেখেছে।
তিনি জানান, তারা ৫ ভাই কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করে। কিতাব আলী বলেন তিনিও ৬ বিঘা জমিতে ইরি ধান লাগিয়েছে। দূর্বৃত্তরা তাদের হাট, ঘাট ও মাঠ বন্ধ করে দেওয়ার কারনে ফসলি জমিতে সার, পানির সেচ দিতে না পারায় তাদের ক্ষেতের ফসল নষ্ট হতে চলেছে।
তিনি আরও জানান তার ভাই দূর্বৃত্তদের ভয়ে এখন বাড়ি ছাড়া।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জকে এম রবিউল ইসলাম বলেন এ বিষয়ে তার কিছু জানানেই। থানায় কেউ অভিযোগ করেনি। তিনি বলেন যদি কোন ব্যাক্তি অভিযোগ করে তা হলে তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বিষযটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবার।
কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৩