আন্তর্জাতিক ডেস্ক : গাজা এবং দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের প্রেক্ষিতে ইসরাইলি সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গভীর মানসিক স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। সম্প্রতি ৬ জন ইসরাইলি সেনা মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছেন।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ। যদিও ইসরাইলি সামরিক বাহিনী এখনও এ বিষয়ে অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরও বেশি হতে পারে।
এতে বলা হয়েছে, ইসরাইলি সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে হাজার হাজার সৈন্য সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড সাইকোলজিস্টের কাছে সাহায্যের জন্য যাচ্ছেন। ইসরাইলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান তাতসা-লর গত মার্চে জানিয়েছিলেন, তখন পর্যন্ত প্রায় ১,৭০০ সেনা মানসিক চিকিৎসা গ্রহণ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যেসব সেনা মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের এক-তৃতীয়াংশের মধ্যে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (PTSD) লক্ষণ দেখা গেছে। এই মানসিক আঘাতের মাত্রা শারীরিক আঘাতের চেয়েও বেশি হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
গণহত্যা ও নৃশংসতার পটভূমি
গাজায় ইসরাইলি বাহিনী অকল্পনীয় নৃশংসতা চালিয়েছে। তাদের হামলায় এখন পর্যন্ত ৪৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বাড়ি-ঘর, হাসপাতাল, মসজিদ, এমনকি কবরস্থানও ধ্বংস করা হয়েছে।
একাধিক প্রতিবেদনে জানা গেছে, ইসরাইলি সেনারা ফিলিস্তিনি বন্দিদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন। কিছু সৈন্য বাচ্চাদের খেলনা লুট করা, ঘরবাড়ি পোড়ানো এবং ফিলিস্তিনি নাগরিকদের পোশাক পরিধান করে উপহাস করার মতো অপকর্মও করছেন।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া:
গাজায় ইসরাইলের আক্রমণকে ‘জাতিগত নির্মূল’ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) যুদ্ধাপরাধের অভিযোগে মামলা চলছে। এসব মামলায় গত বৃহস্পতিবার আইসিসি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
লেবাননের পরিস্থিতি:
এদিকে লেবাননের ওপর ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৩,৬৪৫ জন নিহত এবং ১৫,৩৫৫ জন আহত হয়েছে। লেবাননের সীমান্তে ইসরাইলি সামরিক কার্যক্রমের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মূলত গাজা এবং দক্ষিণ লেবাননে যুদ্ধের প্রভাব শুধু ফিলিস্তিনি ও লেবাননবাসীর ওপরই নয়, ইসরাইলি সেনাবাহিনীর মধ্যেও গভীর প্রভাব ফেলেছে।
দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের কারণে ইসরাইলি সেনাদের মানসিক স্বাস্থ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। যার ফলে ঘটছে আত্মহত্যার মতো ঘটনাও। আর এসবই ইসরাইলি বাহিনীর অপারেশনাল ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আল-মায়াদিন
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:০৫