স্পোর্টস ডেস্ক : খারাপ সময় পার করছে ফুটবল ক্লাব বার্সেলোনা। মৌসুমে উড়ন্ত সূচনার পর কঠিন পরিস্থিতি সামলাচ্ছে ব্লগরানা। লা লিগায় অ্যাওয়ে ম্যাচে হারের তিক্ততা দিয়েছে ওসাসুনা। গেতাফেকে হারিয়ে পরের ম্যাচে জয়ে ফিরলেও আত্মবিশ্বাসে ঘুন ধরেছে হ্যান্সি ফ্লিক শিষ্যদের। এমন ভঙ্গুর আত্মবিশ্বাস নিয়েই এবার চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে যাচ্ছে এফসি বার্সেলোনা।
সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজ অবশ্য বার্সেলোনার জন্য খুব কঠিন প্রতিপক্ষ হওয়ার কথা নয়। তার ওপর ম্যাচটা ওরা খেলবে বার্সেলোনাতেই। সেই দিক থেকে একটা সুবিধা পাবে কাতালানরা। ম্যাচের সব সূচকে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ওরা। যদিও এবারই প্রথম ইয়াং বয়েজের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা।
সম্প্রতি দল নিয়ে একটু কাঁটাছেড়া করতে দেখা গেছে হ্যান্সি ফ্লিককে। তার ফল অবশ্য ভালো হয়নি। তাই আবারো পুরোনো ফরমেশনে ফিরছেন এই জার্মান কোচ। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে লামিনে ইয়ামাল, রাফিনিয়াদের শুরুর একাদশে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।
যদিও ফুটবলারদের ইনজুরির লম্বা তালিকায় একাদশ এবং কৌশল দুটো সাজাতেই ঝামেলা পোহাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গোলরক্ষক টের স্টেগেনের মৌসুম শেষ হয়ে গেছে। কোনো সুখবর নেই দানি ওলমো, ফারমিন লোপেজ, ক্রিস্টিয়ানসেন, আরাউহোদের নিয়ে। সাসপেনশনে খেলতে পারবেন না এরিক গার্সিয়া। তবে সম্ভাবনা আছে গাবি আর ফ্যাঙ্কি ডি ইয়াংয়ের মাঠে ফেরার।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মতো একই বৃত্তে দাঁড়িয়ে ইন্টার মিলান। সান সিরোয় এসে ৩-১ ব্যবধানের হারের লজ্জা দিয়ে ফিরে গেছে লিভারপুল। পরের পথগুলো মসৃণ করার জন্য বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে কাজটা সহজ হবে না। কারণ বায়ার লেভারকুসেন আছে বেশ ছন্দে।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে টু নিয়ে এসি মিলানের তুলনায় কিছুটা নির্ভার লেভারকুসেন। প্রথম ম্যাচে ফেইনুর্দকে হারিয়ে তারা আছে সুবিধাজনক অবস্থানে। তার ওপর রসোনেরিদের বিপক্ষে তারা খেলবে ঘরের মাঠে। লিগ ম্যাচে লাইপজিগের কাছে হারার পর শাবি আলোনসোর দল আছে জয়ের রেসে। সব মিলিয়ে উইন প্রেডিকশনও লেভারকুসেনের পক্ষে। এখন দেখা যাক দু-দলের প্রথম দেখায় জয় পায় কোন দল?
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫২