বিনোদন ডেস্ক : সম্প্রতি আবুধাবিতে কন্যাকে সঙ্গে নিয়েই একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের সাবেক বিশ্বসুন্দরীকে ঐশ্বরিয়া। সেই অনুষ্ঠানে উপস্থিত এক নারী সাংবাদিক ঐশ্বরিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সাংবাদিক জানতে চান মা হিসেবে ঐশ্বরিয়া তার সন্তানকে কী পরামর্শ দেন।
অভিনেত্রী বলেন, ‘আপনিও (সাংবাদিক) কিন্তু একজন মা। আপনি সবচেয়ে ভালো বুঝবেন। আমরা সকলে মানুষ। বসে বসে পরস্পরকে এ নিয়ে পরামর্শ দিয়ে কোনো লাভ নেই। এর কোনো নিয়মাবলি নিয়ে আমাদের জন্ম হয় না। কোনো রকমের নিয়মকানুন হয় না।
ঐশ্বরিয়া আরও বলেন, আপনি আপনার মতো করে নিজের সন্তানকে বড় করুন। আপনি নিজেই একজন অসাধারণ মা। আপনাকে ও আপনার মেয়ের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা। একই অনুষ্ঠানে আরও একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ঐশ্বরিয়াকে। উত্তরে অভিনেত্রী বলেন, ও আমার মেয়ে। আমার সঙ্গে সব জায়গায় যেতে পারে।
২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সময়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েছিলেন অভিষেক বচ্চন। ২০০৭ সালের ২০ এপ্রিল ধূমধাম করে বিয়ে করেন এই তারকা জুটি। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার কোলে আসে প্রথম সন্তান— আরাধ্যা বচ্চন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটে ঐশ্বরিয়া-অভিষেক বচ্চনের সুখের সংসারে নাকি চিড় ধরেছে!
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫২