বিনোদন ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার ফলে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক স্থবির। পাকিস্তানের শিল্পীরা ভারতে কাজ করতে পারছেন না। পাকিস্তানি কোনো সিনেমাও ভারতে মুক্তি পায় না। যদিও সম্প্রতি পাকিস্তানের সাড়া জাগানো সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ভারতে মুক্তির খবর চাউর হয়েছিল।
এদিকে ভারতে পাকিস্তানি সিনেমা মুক্তির বিরোধিতা করেছিল বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর মধ্যে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজক ঠাকরে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তি নিয়ে সতর্কতা জারি করেছিলেন। প্রসঙ্গত, ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমাটি ২০২২ সালের অক্টোবরে মুক্তি পায়। মুক্তির পর সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এই সিনেমা।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪০