স্পোর্টস ডেস্ক : আইসিসি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নতুন সংগীত প্রকাশ করে। ক্যাপশনে লিখেছে, ‘এটি একটি অনন্য গান, যেটা ক্রিকেটের আওয়াজ প্রকাশ করে। আইসিসির নতুন গানটি আপনারা শুনুন। গানে সুর দিয়েছেন গ্র্যামি পুরস্কার জয়ী লোর্ন বালফে।’
সংগীতটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপসহ আইসিসি ইভেন্টগুলোর ম্যাচের চিত্র, দর্শকদের উন্মাদনা-আবেগ ভিডিওচিত্রে উপস্থাপন করা হয়। গানের পুরোটাতে শুধু মিউজিকই শোনা গেছে। যেখানে নারী ও পুরুষ উভয় ক্রিকেটারদেরই উপস্থিতি ছিল।
তবে যতগুলো দৃশ্য উপস্থাপন করা হয়েছে তার কোনোটাতেই ছিল না বাংলাদেশের চিহ্ন। যদিও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিম্বাবুয়েরও উপস্থিতি দেখা গেছে। তবে ভিডিও’র অধিকাংশ সময় জুড়ে এবং বারবার ভারতকে উপস্থাপন করা হয়েছে। ১৮১ সেকেন্ডের ভিডিওতে ভারতকে ২০ বারের বেশি তুলে ধরা হয়েছে।
যা দেখে ক্ষেপেছেন নেটিজেনরা। আইসিসির সংগীতকে তারা উল্লেখ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সংগীত হিসেবে। একজন তো এমন প্রশ্নও করেছেন, ভারত কি তাদের জাতীয় সংগীত পরিবর্তন করে ফেলেছে কি না? আইসিসিকে বিদ্রুপ করে বেশিরভাগই এটাকে ভারতীয় সংগীত হিসেবে দাবি করেছেন। অনেকে আবার এটাকে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সংগীত উল্লেখ করেছেন।
একজন সমালোচনা করে বলেছেন, আমাদের ক্রিকেট পরিবারে সব দেশের উদযাপন গুরুত্বপূর্ণ। এটা নিশ্চিত করুন যে, সব দলকে সমান মূল্যায়ন করা হয়েছে এবং তাদের প্রতিনিধিত্ব করা হয়েছে। অবশ্য তার আগে সংগীতটির পেছনের গল্প নিয়ে ১২ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছিল। সেখানে বাংলাদেশ পুরুষ ও নারী দল এবং সমর্থকদেরও উপস্থিতি ছিল।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪৫