ডেস্ক নিউজ : সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির। কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে সই করেছি। কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। এর আগে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সোমবার (২৯ জুলাই) ১৪ দলের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২৫