বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, কেউ একা কাজ করতে পারে না। সবাইকে নিয়েই কাজ করতে হয়।সবাইকে নিয়েই আমরা। সেটাই হোক আজকের অঙ্গিকার। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বুধবার (০৩ জুলাই) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা সৈয়দ জমশিদ শাহ, বাহার মালদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন বেগ শাপলু, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বেগম, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফি, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শাহজাহান মিয়া, কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক বাদল আহাম্মদ খান, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার, দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকা খাতুন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক জুটন বনিক, ফজলে রাব্বি, জালাল হোসেন মামুন, শরীফুল ইসলাম বক্তব্য রাখেন। সভা সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেহ উদ্দিন।
বক্তfরা, শহরের যানজট, ড্রেনেজ ব্যবস্থা, মাদকসহ বিভিন্ন সমস্যা ইউএনও’র কাছে তুলে ধরেন। পরে ইউএনও গাজালা পারভীন রুহি সবাইকে সাথে নিয়ে সমস্যাগুলো সমাধানের অঙ্গিকার ব্যক্ত করেন।
কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/বিকাল ৫:১৫