মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ, একনজ সহকারী অধ্যাপক ও একজন অফিস সহায়কের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলেজ হল রুমে কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিনা দেবী ও জীব বিদ্যা বিভাগের অফিস সহায়ক আবুল কাশেম এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস। সহকারী অধ্যাপক মোকাররম হোসেন বিদ্যুতের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, সংবর্ধিত সহকারী অধ্যাপক মিনা দেবী ও সংবর্ধিত অফিস সহায়ক আবুল কাশেম। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. কামরুজ্জামান শাহ, সহকারী অধ্যাপক অমূল্য চন্দ্র রায়, সহকারী অধ্যাপক নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন স্বপন, সহকারী অধ্যাপক মমিনুল হক, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম, সহকারী অধ্যাপক ফিরোজ সুলতান আলম, সহকারী অধ্যাপক আজিজুর রহমান সাজু, সহকারী অধ্যাপক মিনহাজুল ইসলাম, সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহকারী অধ্যাপক ড. আব্দুল কাদের রহমানী, প্রভাষক চন্দনা রানী মন্ডল প্রমুখ।
শেষে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মিনা দেবী ও অবসরপ্রাপ্ত অফিস সহায়ক আবুল কাশেমকে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুসসহ অন্যান্য অতিথিবৃন্দ।এ সময় কলেজের অবসর গ্রহণকারি সহকারী অধ্যাপক মাধব চন্দ্র রায়, সহকারী অধ্যাপক শাহ ইলিয়াছুর রহমান, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সাইখুল ইসলাম চৌধুরীসহ কলেজের শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩১