বিনোদন ডেস্ক : গত শনিবার (১০ ফ্রেব্রুয়ারি) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। দুদিন পর ছাড়া পেয়ে উৎসুক ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে হাসিমুখে বের হলেন তিনি। হাসপাতাল থেকে বের হয়ে চক্রবর্তী বলেন, ‘অতিরিক্ত খাওয়ার জন্যই অসুস্থ হয়েছেন তিনি, খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। স্পষ্ট জানালেন।
আরও বলেন, ‘ আমার কোনো সমস্যা নেই। সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই। যাদের ডায়াবিটিস রয়েছে, ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন। আমার সমস্যা হয়েছে কারণ আমি বেশি খেয়েছি।’মিঠুনের কথাই বোঝা গেল খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবেন তিনি। এখন থেকে সেই শপথ নিলেন মহাগুরু। সুস্থ হতেই লোকসভা ভোটের চিন্তা মিঠুনের মাথায়। তবে সাফ বললেন তিনি প্রার্থী হবেন না। জানান, ‘আমি প্রার্থী হলে বাকি ৪২টা কেন্দ্রের কী হবে’। সঙ্গে বললেন, ‘বিজেপি করব। আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে ডাকলে, তা-ও যাব। বিজেপির উত্থানের সময় এসেছে।’
তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ‘শাস্ত্রী’র শুটিংয়ে কলকাতায় এসেছিলেন মিঠুন। মাঝপথে অসুস্থ হওয়ায় চিন্তিত অভিনেতা। হাসপাতাল থেকেই তিনি শুটিংয়ে ফেরার কথা বলেছিলেন। তবে চিকিৎসকরা আপতত সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন অভিনেতাকে।
কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২