স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রহিম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১ টার দিকে ইান্তকাল করেন(ইন্নালিল্লাহী—-রাজেউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার জয়পুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত গার্ড অব অনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) আলী হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দিন, পুলিশ সদস্যসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪