টেক্কার বাট
—————-
যার যা ছিল হৃষ্ট-পুষ্ট, তাই নিয়ে
প্রস্তুত হয়েছিলো
তারা বটে, নেমেছিলো যুদ্ধে।
তারপর, এ রাস্তা-ও রাস্তা পইপই ছুটে
অবশেষে
আটকে থাকে মগজের ভাঙ্গা চত্বরে।
সকাল-বিকেল ফাঁকা বন্দুকের গুলি নামের ব্যর্থ গুঁড়ো শব্দ,
চিৎপটাং শুয়ে থাকে উপহাসের ছাদে।
বাহবা মেরেমেরে হাতগুলো হয় ক্লান্ত,
পরিশ্রান্ত, তারপর –
ক্লান্তিতে অলস মস্তিষ্কের পরিপক্ব ঘুম।
জেগে উঠে নেমে পড়ে মাঠে,
ভিড় নেই,মাঠ ফাঁকা।
যতখুশি গোল মেরে ঢুকে যায় ডেরায়।
ছাপায় কারখানার রঙে-ঢঙে-চঙে
বলে দেখবোনা, যাকগে চুলোয়!
তবুও বিলি কেটে চুলে, চোখ টিপে দেখে।
মুখ লুকিয়ে চলতে চাওয়ার সে এক
দুর্দান্ত অভিনয়শিল্প!
তাকিয়ে তাকিয়ে দেখে ও’পাড়ার ভুবনেশ্বর।
দুটো তাসের উল্টো চালে মুখ থুবড়ে পড়ে টেক্কার বাট
ও’শালা নির্বিকার!
দেখে যায় সং-এর হাট।
কবি পরিচিতিঃ ফারহা মৌরিন মৌ। কবি, প্রচ্ছদ শিল্পী এবং বাচিকশিল্পী। নিয়মিত লেখালিখি, আবৃত্তিচর্চা এবং কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা বিশেষ আবেদন সৃষ্টি করে।ফারহা মৌরিন মৌ একজন প্রফেসনাল ভয়েস ওভার আর্টিস্টও । তিনি নিয়মিত ইউটিউব, ফেসবুক পেজ, টিভি মিডিয়াতে ভয়েস নিয়ে কাজ করছেন। গল্প, কবিতা লেখালিখি তার ভালোলাগার একটি অন্যতম জায়গা। তার কবিতায়, লেখায় জীবনবোধ, আধ্যাত্বিকতা, বাস্তবতার রূপ দেখতে পাওয়া যায়।
কিউএনবি /বিপুল/১৩.১০.২০২৩/ রাত ৯.৪০